ক্রিকেট
নিজেকে নতুন করে আবিস্কারের মিশনে সাকিব
এক বছরের নিষেধাজ্ঞা শেষে বিশ্ব ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গত শুক্রবার (৬ নভেম্বর) দেশে ফিরেছেন দেশ সেরা এই ক্রিকেটার। দেশে ফিরে করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল আসায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে আজ সোমবার (৯ নভেম্বর) সকালে ফিটনেস টেস্ট দিতে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় আসেন সাকিব। কিন্তু এদিন তিনি ফিটনেস টেস্ট দেননি।
ফিটনেস টেস্ট না দিলেও মিরপুরের সবুজ গালিচায় ঘাম ঝরিয়েছেন সাকিব। এক বছর পর জিম, রানিংসহ নিজেকে ঝালিয়ে নিয়েছে মিরপুরের হোম অব ক্রিকেটে। এসময় সাকিবকে সঙ্গ দিতে দেখা গিয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে।
এদিকে জানা গেছে, সব ঠিক থাকলে আগামী বুধবার (১১ নভেম্বর) সাকিন ফিটনেস টেস্ট দিবেন। ৯ নভেম্বর (সোমবার) সাংবাদ মাধ্যমকে এ তথ্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদার। তিনি বলেন, ‘যাদের সঙ্গে সাকিবের বিপ টেস্ট হওয়ার কথা, তাদের কারও কোভিড পরীক্ষা করানো হয়নি। এটা একটা ভাবনার কারণ। এছাড়াও সে দীর্ঘদিন পর ফিরেছে। ফিজিও-ট্রেনাররা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন। এজন্যও একটু সময় লাগবে। বুধবার হতে পারে তার ফিটনেস টেস্ট।’ বিসিবি’র ব্যবস্থাপনায় আয়োজিত দুই দিনের এই ফিটনেস টেস্টে সাকিবসহ অংশ নিচ্ছেন ১১৩ ক্রিকেটার।