আন্তর্জাতিক
ভারতে করোনা ভ্যাকসিন কর্মসূচি কর্মসূচি শুরু হচ্ছে জানুয়ারিতে
ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন কর্মসূচি আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে । ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য কয়েকটি ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হবে।
বিবিসি’র খবরে আরো বলা হয়েছে, দুটি কোম্পানি ভ্যাকসিন অনুমোদনের জন্য ইতোমধ্যে আবেদন করেছে। আরও ছয়টি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে। জানুয়ারিতে শুরু হয়ে আগস্ট পর্যন্ত চলা ভ্যাকসিন কর্মসূচিতে ৩০ তঘঠহ মিলিয়ন মানুষকে তা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটির কাছাকাছি। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষের।